শনিবার, অক্টোবর ৫, ২০২৪

শিক্ষাকারিকুলাম সংশোধিত কমিটিতে আলেম প্রতিনিধি নিশ্চত করতে হবে : ইমতিয়াজ আলম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, শিক্ষাকারিকুলাম সংশোধিত কমিটিতে আলেম প্রতিনিধি নিশ্চিত করতে হবে। একই সাথে শিক্ষাকারিকুলাম থেকে সকল অসঙ্গতি দূর করার কার্যকর পদক্ষেপগ্রহণ করতে হবে।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইমতিয়াজ বলেন, ফ্যাসিবাদী সরকার কর্তৃক গৃহিত কোনো কারিকুলাম বাংলাদেশের শিক্ষা সিলেবাসে থাকতে পারবে না। অবিলম্বে শিক্ষাসহ সকল সেক্টরে কার্যকর ও দৃশ্যমান সংস্কারের উদ্যোগগ্রহণ করতে হবে।

তিনি বলেন, যারা স্পষ্ট ঘোষণা দেন “ধর্ম ভালো লাগে না” এমন বিতর্কিত ব্যক্তিদের কাদের ইশারায় কাদের এজেন্ডা বাস্তবায়নে শিক্ষা কারিকুলাম সংশোধিত কমিটিতে রাখা হয়েছে তা পরিস্কার করতে হবে এবং এমন সব বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে নতুন কমিশন গঠন করতে হবে। সেই সাথে সকল সংশোধিত কমিটিতে আলেম প্রতিনিধি রাখা নিশ্চিত করতে হবে।

নগর সেক্রেটারি ডা. শহীদুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, আলহাজ আলতাফ হোসাইন, আলহাজ আনোয়ার হোসাইন, আলহাজ আবদুল আউয়াল, নুরুজ্জামান সরকার, মাওলানা আবদুর রাজ্জাক, কেএম শরীয়াতুল্লাহ, মুহাম্মদ মাকসুদুর রহমান, ফজলুল হক মৃধা, আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, এইচ এম রফিকুল ইসলাম, এম এম শোয়াইব, মাওলানা কামাল হোসাইন, কায়েস উদ্দিন, নাজির আহমাদ শিবলী, আল- আমিন এহসান, এডভোকেট মনির হোসাইন, প্রকৌশলী গোলাম মোস্তফা, মাওলানা যোবায়ের হোসাইন, গোলাম আজম প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img