রাজধানীতে খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের উাদ্যোগে সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার উত্তরাস্থ পলওয়েল কনভেনশন সেন্টারে এ কনফারেন্স উনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দীন আহমদ খন্দকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কাউসার আহমদ সুহাইল ও ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবু সালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল বাসেত আজাদ বলেন, সম্প্রদায়কি ও জাতিগত সংঘাতের কোন সুযোগ বাংলাদেশে নেই আবহমান কাল থেকে বাংলাদেশের জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করছে। যারা সাম্প্রদায়িক সংঘাত তৈরির চেষ্টা করছে তারা নিশ্চয়ই পরাজিত শক্তি তাদের সেই উদ্দেশ্য কোনভাবে সফল হতে দেওয়া যাবে না।
সংগঠনের মহাসচিব ডঃ আহমদ আব্দুল কাদের প্রধান বক্তার বক্তব্যে বলেন, পাহাড়ি ও বাঙ্গালীদের মধ্যে যে সংঘাত তৈরি হয়েছে সেটি নিছক ভুল বোঝাবুঝি থেকে হতে পারে। এই সংঘাতের অবসান করতে হবে। বাংলাদেশের মানুষ দেশের ভিতরে-বাহিরে, সীমান্তে যে কোন ধরনের দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
তিনি বলেন, ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসূল (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্যকারী এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর তারেক ফজল, বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক ও সাবেক সেনা কর্মকর্তা লে: (অব.) কর্নেল ডাক্তার এমদাদুল হক, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা হযরত মাওলানা ফেরদৌস বিন ইসহাক।
অনুষ্ঠিত সীরাত কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর সহ সভাপতি মুফতি ওসমান আশরাফী, সহ সভাপতি মাওলানা নজরুল ইসলাম মাযহারী, সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান ফরাজি, মাওলানা মোস্তফা কামাল, মহানগর সহ সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক হাসান, মাওলানা শাহাদাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবুর রহমান, মাওলানা কামাল হোসাইন, ইসলামী যুব মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রভাষক মোহাম্মদ সালমান, শ্রমিক মজলিস ঢাকা উত্তর সভাপতি ইন্জিনিয়ার মতিউর রহমান, ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি মাহমিদুল হাসান ত্বোহা প্রমুখ।