রবিবার | ৬ জুলাই | ২০২৫

পশ্চিমা গণমাধ্যম বাস্তবতা বিকৃত করে, সন্ত্রাসবাদের সংজ্ঞা বদলে দিয়েছে : ইরানী প্রেসিডেন্ট

spot_imgspot_img

ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রায়িসি পশ্চিমা গণমাধ্যমের কঠোর সমালোচনা করে বলেছেন, এসব গণমাধ্যম বিশ্বের বাস্তবতাকে বিকৃতভাবে তাদের দর্শক শ্রোতাদের সামনে উপস্থাপন করে এবং তারা সন্ত্রাসের সংজ্ঞাকে বদলে দিয়েছে। এগুলো বন্ধ করার জন্য সব ধরনের চেষ্টা চেষ্টা চালাতে হবে।

গতকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেমানী পরিবারের সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেছেন।

কাসেম সোলেমানী ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সন্ত্রাসী বাহিনীর ড্রোন হামলায় নিহত হন। আমেরিকার সেই সময়কার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে হত্যা করা নির্দেশ দিয়েছিলেন।

গতকালের বৈঠকে প্রেসিডেন্ট রায়িসি বলেন, পশ্চিমা গণমাধ্যম সাম্রাজ্যের ওপর নির্ভরশীল আজকের বলদর্পী বিশ্ব ব্যবস্থা সন্ত্রাসবাদের সংজ্ঞা বদলে দেওয়ার চেষ্টা করছে এবং নিজেদেরকে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের নায়ক হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img