যুবরাজ আব্দুর রহমান বিন আইয়াফ আল মুকরিনকে সৌদির নতুন উপপ্রতিরক্ষা মন্ত্রী নিযুক্ত করেছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।
রবিবার (২৫ জুন) বাদশাহর পক্ষ থেকে এবিষয়ে একটি ফরমান জারি করা হয়।
ফরমানে বলা হয়, যুবরাজ আব্দুর রহমান বিন আইয়াফ আল মুকরিনকে উপপ্রতিরক্ষা মন্ত্রী পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ থেকে তিনি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব সামলানো যুবরাজ মুহাম্মদ বিন সালমানের প্রতিরক্ষা বিষয়ক কাজে সহকারীর ভূমিকা পালন করবেন।
এছাড়া নাজ্জার বিন সুলাইমান বিন আলী আল আ’লুলাকে মন্ত্রীসভার সাধারণ সচিবালয়ের উপদেষ্টা, খালিদ বিন মুহাম্মদ বিন আব্দুল আজিজ আল আব্দুল করিমকে রাজকীয় আদালতের উপদেষ্টা, ড. হিশাম বিন আব্দুর রহমান বিন আব্দুল্লাহ আল শেখকে সৌদি মানবাধিকার কমিশনের সহকারী চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়।
সূত্র: আরব নিউজ