ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চট্টগ্রামে টানা বৃষ্টিতে নগর জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে নগরবাসী।
রবিবার (২৭ মে) রাত থেকে টানা বৃষ্টিতে নিম্ন অঞ্চল তলিয়ে যায়।
নগরীর চকবাজার কাপাসগোলা বদ্দারহাট মুরাদপুর বাকলিয়া ডিসি রোড ডিসি, তিনপুলের মাথা ও আশপাশের এলাকায় কোথাও হাঁটুপানি আবার কোথাও কোমর পানি হয়েছে। উপকূলীয় এলাকা পতেঙ্গার আকমল আলী রোডসংলগ্ন জেলেপাড়া জোয়ারের পানিতে তলিয়ে গেছে।
চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আবদুর রহমান জানান, সোমবার চট্টগ্রামের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া চসিক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নগরজুড়ে বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২০৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা এমএইচএম মোসাদ্দেক জানান, রবিবার রাত ৮টার দিকে বাংলাদেশের উপকূলে আঘাত করে ঘূর্ণিঝড় রিমাল। এরপর বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। এর প্রভাবে বৃষ্টি হচ্ছে।