শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

তুরস্কের সাতে যৌথভাবে নির্মিত ট্যাংক যুক্ত হল ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীতে

সামরিক সহযোগিতা চুক্তির মাধ্যমে নতুন গতিবেগ পেতে চলেছে তুরস্ক-ইন্দোনেশিয়া কূটনৈতিক সম্পর্ক।

চলতি মাসের শুরুতে তুরস্কের সাথে যৌথভাবে নির্মিত মাঝারি আকারের কাপলান নামক ট্যাংক নিজস্ব সেনাবাহিনীতে যুক্ত করেছে দক্ষিণ এশিয়ার দেশ ইন্দোনেশিয়া।

আঙ্কারায় ইন্দোনেশিয়ার দূতাবাস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

দূতাবাস জানিয়েছে, তুরস্ক-ইন্দোনেশিয়া সামরিক সহযোগিতার সর্বশেষ উদাহরণ হল যৌথভাবে নির্মিত কাপলান ট্যাংক। গত এক দশক ধরে এটি তৈরি করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, তুরস্কের নির্মিত ট্যংকগুলো নিজস্ব সামরিক বাহিনীতে সংযুক্ত করার মাধ্যমে বিশ্বের সামরিক প্রযুক্তিতে তুরস্কের নেতৃত্বকে স্বীকারোক্তি প্রদান করে ইন্দোনেশিয়া।

প্রসঙ্গত, শুধুমাত্র ট্যাংক নয়, তুরস্কের বিখ্যাত মনুষ্যবিহীন ড্রোন নির্মাণেও যৌথভাবে কাজ করছে আঙ্কারা ও জাকাত্রা।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img