মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, মৃত ২৯

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই দু’টি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তিউনিসিয়ার উপকূলে নৌকা দুটি ডুবে যায়।

জানা গেছে, নৌকা দু’টির আরোহী সাব-সাহারান অভিবাসী। তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানোর চেষ্টা করছিলেন।

রোববার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিনে তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবির যেসব ঘটনা ঘটেছে, এটি তার মধ্যে সর্বশেষ। এছাড়া সেখানে গত চার দিনে আরও পাঁচটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। অবৈধ ও অনথিভুক্ত আফ্রিকান অভিবাসীদের বিরুদ্ধে তিউনিসিয়া অভিযান শুরু করার পর নৌকাডুবির এই ঘটনা ঘটল।

সূত্র : বিবিসি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img