রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

বিক্ষোভ সমাবেশ সফল করতে দেশবাসীর প্রতি হেফাজত মহাসচিবের আহ্বান

বাংলাদেশে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে গতকাল শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকররম, হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়া সহ সারাদেশে তৌহিদি জনতার বিক্ষোভে পুলিশ, যুবলীগ-ছাত্রলীগের হামলায় নেতাকর্মী নিহত ও আহত হওয়ার প্রতিবাদে হেফাজতে ইসলামের ডাকে আজ শনিবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ এবং আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল কর্মসূচী পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জেহাদী।

আজ (২৭ মার্চ) শনিবার সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

হেফাজত মহাসচিব আল্লামা জেহাদী বলেন, ভারতের প্রধানমন্ত্রী মোদির আগমনের প্রতিবাদে গতকাল ঢাকা বায়তুল মোকাররম ও চট্টগ্রামের হাটহাজারীতে আন্দোলনরত তৌহিদি জনতার উপর গুলিবর্ষণ করে আনুমানিক ছয়জনকে শহীদ এবং এবং অসংখ্য মানুষকে আহত করা হয়েছে। গতকালের তৌহিদি জনতার এ আন্দোলন দেশ কিংবা সরকারের বিরুদ্ধে ছিলো না। এই আন্দোলন ছিলো মুসলমানদের রক্তখেকো, বাবরি মসজিদ ধ্বংসকারী মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে। এতদসত্যেও নিরস্ত্র নিরহ তৌহিদি জনতার ওপর বর্বরোচিত হামলা ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে।

তিনি বলেন, আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে এই ঘটনার সাথে জড়িত সকল দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।

আল্লামা জেহাদী বলেন, এই মর্মান্তিক ঘটনায় যাঁরা শহীদ হয়েছেন আমি তাঁদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। শহীদেরকে আল্লাহ তায়া’লা তাদেরকে জান্নাতে উঁচু মাকাম দান করুন। এবং পুলিশের গুলিতে নিহতদের ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সরকার প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

হেফাজত মহাসচিব বলেন, মোদি ইস্যুতে যদি আর একজন তৌহিদি জনতার রক্ত ঝরে বা ওলামায়ে কেরামকে হামলা মামলা ও হয়রানি করা হয় তাহলে এর প্রতিবাদে পুরো দেশে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img