প্রতি বছর রমজান মাসে স্কুল কলেজ বন্ধ থাকলেও আসন্ন রমজানে দেশের প্রাক-প্রাথমিক বাদে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ৩০ মার্চ থেকে খুলে দেওয়া হবে সকল শিক্ষাপ্রতিষ্ঠান। তবে প্রাক-প্রাথমিক আপাতত খুলবে না।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার ৬০ কর্মদিবস পরে পরীক্ষা গ্রহণ শুরু হবে। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে সাপ্তাহিক ও ঈদের ছুটি বাদে যে ৬০ কর্মদিবস আছে সেই দিনগুলোতে ক্লাস নিয়ে পরীক্ষা গ্রহণ করা হবে। স্কুল-কলেজ খোলার আগে দেশের ১ লাখ শিক্ষার্থীকে করোনা টিকা দেওয়া হবে।