দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বগুড়ায় গাবতলী পৌরসভা নির্বাচনে বিএনপির দুই বিদ্রোহী এবং তাদের সমর্থক তিনজনসহ মোট পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার কথা জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার।
বহিষ্কৃতরা হলেন—গাবতলী পৌর কৃষকদলের সভাপতি আইয়ুব হোসেন রাজু, পৌর যুবদলের সেক্রেটারি সাজেদুল আলম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল রেজা, বর্তমান পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল করিম এবং ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুজন আহমেদ। এদের মধ্যে গাবতলী পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আইয়ুব হোসেন রাজু জগ প্রতীকে এবং নারিকেল গাছ প্রতীকে সাজেদুল আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন।