বিহারি ক্যাম্পে ভাঙচুর ও হামলার প্রতিবাদে মিরপুরে ব্যাপক বিক্ষোভ হচ্ছে।
বুধবার সকাল ৯টা থেকে রাজধানীর মিরপুরের ১১ এভিনিউ ৪ রোডে বড় মসজিদের সামনে বসে এ বিক্ষোভ করছে তারা।
মেয়র আতিকুল ইসলাম ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ নান্নুর কুশপুত্তলিকা দাহ করছে বিক্ষুব্ধ বিহারিরা।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আপিল বিভাগের আদেশ অমান্য করে বিহারি ক্যাম্প ভাঙচুর ও হামলার ঘটনায় মেয়র আতিকসহ জড়িত সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণসহ পুনর্বাসন ও উচ্ছেদের আগে পুনর্বসনের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণার দাবিতে বিহারিদের পাঁচটি সংগঠনের নেতাকর্মীসহ গণঅনশনে বসে বিহারিরা।
উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট, ওয়েল ফেয়ার মিশন অব বিহারিজ, এসপিজিআরসি মিরপুর শাখা, বাংলাদেশ মোহাজির ওয়েলফেয়ার অ্যান্ড ডেভলপমেন্ট কমিটি মিরপুর শাখা ও মিরপুর নন-লোকাল রিলিফ কমিটির যৌথ উদ্যেগে এ গণঅনশন পালিত হচ্ছে।