অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল ও বিমান হামলা চালিয়ে প্রতি ৩০ মিনিটে একজন ফিলিস্তিনি নারীকে হত্যা করছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বর সেনাবাহিনী।
রবিবার (২৪ ডিসেম্বর) এক এক্স বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেছে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে কাজ করা জাতিসংঘের অঙ্গ সংস্থা ‘ইউএন ওমান।’
সংস্থাটির মতে, “গাজ্জায় প্রতি ঘন্টায় দুইজন মা’কে হত্যা করেছে দখলদার বাহিনী। যার ফলে শিশুরা তাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল তাদের মায়ের কোল হারাচ্ছে। তাই এই যুদ্ধ বন্ধ করা উচিত।”
সেই সঙ্গে গাজ্জায় অবিলম্বে মানবিক যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছে সংস্থাটি।
জাতিসংঘের মতে, বর্তমানে অবরুদ্ধ ছিটমহলে প্রায় ৫০ হাজার নারী গর্ভবতী অবস্থায় রয়েছে যারা প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে। প্রতিদিন ১৮০ জনেরও বেশি শিশু জন্মগ্রহণ করেছে সেখানে। অথচ চিকিৎসা ব্যবস্থার উপর একের পর এক আক্রমণ চালাচ্ছে ইসরাইলি বাহিনী।
সূত্র: প্রেস টিভি