বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

সরকারের দুঃশাসন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৩০ ডিসেম্বরের মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচনের পর বর্তমান সরকারের দুঃশাসন যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে।

শনিবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন বলেন।

ফখরুল বলেন, গণতন্ত্র ও আইনের শাসনে অবিশ্বাসী বর্তমান শাসকগোষ্ঠী এখন বর্বর দলে পরিণত হয়েছে। তারই ফলশ্রুতিতে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী এবং প্রতিবাদী মানুষের রক্তে হাত রঞ্জিত করে চারিদিকে ভীতির বিস্তার ঘটানো হচ্ছে, যাতে সরকারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস না পায়।

তিনি আরও বলেন,পৌর নির্বাচনকে কেন্দ্র করে গোপালপুর পৌর মহিলা দলের সভানেত্রী হাবিজা বেগমকে মোটরসাইকেল চাপায় ‘হত্যার’ ঘটনা আবারও প্রমাণ করলো-বর্তমান অবৈধ সরকার দেশে বিরোধী দলের অস্তিত্ব রাখতে চায় না।

‘হাবিজা বেগমের মৃত্যুর ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি, তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একই সঙ্গে হাবিজা বেগমকে মোটরসাইকেল চাপা দেয়ার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।’

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img