বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

আইনজীবী সাইফুলের খুনীদের বিরুদ্ধে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ দেখতে চাই : মাওলানা হক

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে হিন্দুত্ববাদী সংগঠন ইসকন সন্ত্রাসী কতৃক আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আরিফ হত্যাকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।

মাওলানা মামুনুল হক লিখেন, চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আরিফকে নির্মমভাবে হত্যা করার ঘটনায় নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। পতিত ফ্যাসিবাদী চক্র উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর সহযোগিতায় দেশকে অস্থিতিশীল করার সুপরিকল্পিত চক্রান্তেই এই ঘৃণ্য হত্যাকান্ড ঘটিয়েছে। আমরা খুনীদের বিরুদ্ধে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ দেখতে চাই।

তিনি লিখেন, গায়ে পড়ে দাঙ্গা বাঁধিয়ে দেশকে আকার্যকর করার লক্ষ্যে ফ্যাসিবাদের আশ্রয় ও জন্মদাতা ভিনদেশী শক্তি তাদের পোষা কুকুরদেরকে দিয়ে ষড়যন্ত্রের জাল বুনছে। এহেন পরিস্থিতিতে একদিকে যেমন এই ঘৃণ্য হত্যাকাণ্ডের দায়ীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে । অন্যদিকে তাদের উস্কানির পাতা ফাঁদ থেকে বেঁচে থাকতে হবে। দেশবিরোধী চক্র চাচ্ছে রক্তের হোলি খেলা খেলতে।

তিনি আরও লিখেন, আমরা ধর্মপ্রাণ দেশপ্রেমিক জনগণকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও সচেতনতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানাচ্ছি ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img