২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে, হেফাজতে ইসলাম বাংলাদশের সমাবেশে রাতের আঁধারে বিদ্যুৎ বন্ধ করে হেফাজত কর্মীদের উপর চালানো গণহত্যার দায়ে হসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে দেশের বৃহৎ ও অরাজনৈতিক এই সংগঠনটি।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ দায়ের করেন হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব।
সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, পুলিশ প্রধান বেনজীর আহমেদ, সেনাপ্রধান আজিজ আহমেদ ও তারিক আহমেদ সিদ্দিকীসহ আরও ৪৪ জনের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হয়েছে।
এর আগে হেফাজতের যুগ্ম মহাসচিব মুফতী হারুন ইজহার আরেকটি অভিযোগ দায়ের করেছিলেন। সেখানে হাসিনা, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, সাবেক মেয়র তাপস, হাছান মাহদু, হাজী সেলিম, সালমান এফ রহমান, শামীম উসমান, তারিক আহমেদ সিদ্দীক, এ কে এম শহীদুল হক, বেনজীর আহমেদ, জিয়াউল আহমেদ, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার, শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসির মামুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ, ইমরান এইচ সরকার, একাত্তর টিভির সাবেক সিইও মোজাম্মেল হক বাবু, সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ জোবায়ের, এবিনিউজ২৪ ডটকমের সম্পাদক সুভাস সিংহ রায়, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, এনএসআইয়ের মো. মনজুর আহমেদকে আসামি করা হয়।