ফেইসবুকে ইসলাম অবমাননা করার অভিযোগে জয়পুরহাটের পৌর শহরের কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।
বুধবার (২৫ নভেশ্বর) রাতে তাকে গ্রেপ্তারের পর বৃহষ্পতিবার দুপুরে জয়পুরহাট মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে ওই যুবককে জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।
গ্রেপ্তার সাজেদুর রহমান সুমন (২৭) শহরের গুলশান মোড় এলাকার ইমরান হোসেনের ছেলে।
জয়পুরহাট সদর থানার ওসি এ কে এম আলমগীর জাহান জানান, সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননার পাশাপাশি নারীদের প্রতি সম্মানহানিকর মন্তব্যও করেছেন।
এতে ক্ষুব্ধ হয়ে জয়পুরহাট সিদ্দিকীয়া মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন বাদী হয়ে সুমনের বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় জয়পুরহাট সদর সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।
ওই রাতেই তাকে গ্রেপ্তার করা হয়।