আমেরিকা থেকে আসা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তিন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এভারকেয়ার হাসপাতালে সাবেক এ প্রধানমন্ত্রীর অস্ত্রোপচার শুরু করেন তারা।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, বিকাল ৫টার দিকে অস্ত্রোপচারের জন্য ওটিতে নেয়া হয় ম্যাডামকে। তিন ঘণ্টায় অস্ত্রোপচার শেষ হয়েছে। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন তিনি।
আমেরিকা থেকে আসা ডাক্তারেরা তার লিভার সিরোসিস সংক্রান্ত জটিলতা সংক্রান্ত অস্ত্রোপচার করেছেন বলেও জানান তিনি।
এর আগে, বুধবার (২৫ অক্টোবর) রাত ৭টা ৪০ মিনিট ঢাকায় চিকিৎসা দিতে আমেরিকা থেকে তিন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছান।