বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

সিরাজগঞ্জে মা ইলিশ ধরার দায়ে ২২ জেলের কারাদণ্ড

বেলকুচি উপজেলায় যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মা ইলিশ ধরার দায়ে ২২ জেলেকে আটক করে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আনিসুর রহমান এ রায় দেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার হাফিজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় আদালত। এ অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দায়ে জেলেদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়।

সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলেদের কারাদণ্ড প্রদান করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং ইলিশগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

সূত্র: ইউএনবি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img