শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

জরুরি অবস্থা জারি করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আবেদন প্রত্যাখ্যান রাজার

মালয়েশিয়ায় রাজনৈতিক সংকটের মধ্যে করোনাভাইরাসের দোহায় দিয়ে দেশটির প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের জরুরি অবস্থা জারির আবেদন নাকচ করে দিয়েছেন রাজা আল–সুলতান আবদুল্লাহ।

আল–সুলতান আবদুল্লাহ বলেন, দেশে জরুরি অবস্থা জারির প্রয়োজনীয়তা নেই।

রোববার (২৫ অক্টোবর) রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে রাজার বৈঠকের পর এক বিবৃতিতে রাজপ্রাসাদ ওই আবেদনকে প্রত্যাখান করে।

রোববার এক বিবৃতিতে মালয়েশিয়ার রাজপ্রসাদ জানায়, আল–সুলতান আবদুল্লাহর মতামত হচ্ছে, এই মুহূর্তে মালয়েশিয়ার কোনো অঞ্চলে জরুরি অবস্থা জারির প্রয়োজন নেই।

রাজার এই পদক্ষেপকে প্রধানমন্ত্রী মুহিদ্দিনের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ, বিরোধীদলের নেতা আনোয়ার ইব্রাহিম মুহিদ্দিন সরকারের পতন ঘটিয়ে নতুন সরকার গঠনের তৎপরতা শুরু করেছেন। রাজার এই সিদ্ধান্ত তার ওই পদক্ষেপের পালে হাওয়া লাগবে।

গত ফেব্রুয়ারিতে বিশ্বের সবচেয়ে প্রবীণ প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সংস্কারবাদী সরকারের পতনের পর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে নতুন করে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। বিরোধী আনোয়ার ইব্রাহিমের দলের সঙ্গে জোট বেঁধে ২০১৮ সালে ক্ষমতায় এসেছিলেন মাহাথির। এক বছর দায়িত্ব পালনের পর আনোয়ারের কাছে দায়িত্ব ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু সেই প্রতিশ্রুতি মোতাবেক মাহাথির পদত্যাগ না করায় জোটে ফাটল ধরে। মাহাথির সরকারের পতনের পর কোনো নির্বাচন ছাড়াই বিভিন্ন দলের আইনপ্রণেতাদের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হন মাহাথিরের দলের উপপ্রধান মুহিদ্দিন ইয়াসিন। তবে মাহাথিরের সমর্থন মুহিদ্দিন পাননি। তাকে বিশ্বাসঘাতক হিসেবে অভিহিত করেন মাহাথির। ফলে মুহিদ্দিনের সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।

এই অবস্থায় গত ১৩ অক্টোবর রাজার সঙ্গে দেখা করে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আইনপ্রণেতার সমর্থনের তথ্য তুলে ধরেন বিরোধী দল পিপলস জাস্টিস পার্টির নেতা আনোয়ার ইব্রাহিম। এরপর গত শুক্রবার মুহিদ্দিন জরুরি অবস্থা জারি করতে রাজাকে অনুরোধ জানান্। জরুরি অবস্থা জারি হলে পার্লামেন্ট স্থগিত থাকবে। ফলে মুহিদ্দিনকে চ্যালেঞ্জ করে পার্লামেন্টে ভোটাভুটির সুযোগ আর থাকবে না। সমালোচকেরা বলছেন, পূর্বসতর্কতার অংশ হিসেবে ক্ষমতায় থাকতেই জরুরি অবস্থা জারির মতো ‘কূটচাল’ চেলেছেন মুহিদ্দিন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img