জাতিসংঘের নীতিগত ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।
দেশটির উপ তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, জাতিসংঘের উচিত আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সংযুক্ত হয়ে পরিপূর্ণভাবে তার দায়িত্ব পালন করা।
তিনি বলেন, “জাতিসংঘের উচিত পরিপূর্ণভাবে তার দায়িত্ব পালন করা। আফগানিস্তান সম্পর্কে জাতিসংঘের বর্তমান অবস্থান আন্তর্জাতিক বিশ্বের সাথে সম্পর্ক স্থাপন ও আমাদের দেশের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে। তাই জাতিসংঘের উচিত বর্তমান অবস্থান থেকে সরে আসা ও তার নীতিগত ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা।”
মুজাহিদ আরো বলেন, ইমারতে ইসলামীয়া আফগানিস্তানের সাথে আন্তর্জাতিক বিশ্বের সুসম্পর্ক রাখার প্রয়োজন রয়েছে।
সূত্র: তোলো নিউজ