বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

‘তিস্তা প্রকল্প নিয়ে আগ্রহ দেখিয়েছে চীন’

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ২১টি প্রকল্প নিয়ে ডোনার কান্ট্রির সঙ্গে কথা বলেছি। এর মধ্যে তিস্তা প্রকল্প নিয়ে চীন আগ্রহ দেখিয়েছে। এ বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে বৈরি আবহাওয়া উপেক্ষা করে কুড়িগ্রামে চলমান ৫ দফা বন্যা পরিস্থিতি ও ধরলা, ব্রহ্মপুত্র এবং তিস্তা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, বিগত ১০ বছর পূর্বেও অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছি। এখন সরকারের টাকার কোনো সমস্যা নেই। রাতারাতি নদী ভাঙ্গন রোধ করা সম্ভব নয়। প্রকল্প বাস্তবায়নে টেকনিক্যাল কমিটিসহ বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কাজ করতে সময় প্রয়োজন হয়। তিনি কুড়িগ্রামবাসীকে ধৈর্য ধরতে বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এ অঞ্চলের বন্যার সমস্যা অতীতেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে। উজানে যখন বৃষ্টি হয় তখন পানি এ অঞ্চল দিয়ে নেমে বঙ্গোপসাগরে যায়। ভাটির দেশ হিসেবে সব সময় এটা আমাদেরকে ফেস করতে হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img