বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

আজাদ কাশ্মীরে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করছে ইমরান খানের দল

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে (এজেকে) অনুষ্ঠিত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন দল প্রধানমন্ত্রী ইমরান খানের পার্টি পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)।

রোববার (২৫ জুলাই) অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন পিটিআইয়ের প্রার্থীরা।

এ জয়ের ফলে আগামী ৫ বছরের জন্য আজাদ কাশ্মীরের ৫৩ সদস্যের অ্যাসেম্বলির কতৃত্ব থাকবে ইমরান খানের দলের হাতে।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩২ লাখ। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৮ লাখের মতো ভোটার।

৫৩ আসনের মধ্যে ৪৫টিতে সরাসরি ভোট হয়। আর বাকি ৮ আসন সংসদে নির্বাচিত দলগুলোর মধ্যে আনুপাতিক হারে বণ্টন করা হয়।

আজাদ কাশ্মীরে সরকার গঠন করতে প্রয়োজন ২৭ আসন। বেসরকারি ফলে ইমরান খানের পিটিআই পেয়েছে ৩০টির বেশি আসন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img