শনিবার, জুলাই ২৭, ২০২৪

খাদ্যের হাহাকার; মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজ্জার রাফা

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর নৃশংস হামলায় মৃত্যুপুরীতে পরিণত গাজ্জার রাফা। ক্রসিং বন্ধ থাকায় ত্রাণের খাবার পৌঁছাতে পারছে না সেখানে।

রাফায় ইসরাইলের আক্রমণ বাড়ার পর থেকে ত্রাণ সরবরাহের জন্য ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এতে দুই মাসেরও বেশি সময় ধরে আটকে রয়েছে বেশ কিছু খাবার সরবরাহের ট্রাক। সেখানেই পঁচে যাচ্ছে গাজ্জার ত্রাণের খাবার।

আন্তর্জাতিক আদালতের হামলা বন্ধের নির্দেশের পরও ইসরাইলী বাহিনীর লাগাতার বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে সব কিছু। দেখা দিয়েছে চরম মানবিক সংকট। ফুরিয়ে গেছে খাবার পানি।

মিশরীয় কর্মকর্তারা বলেছেন, মানবিক কার্যক্রম সামরিক কার্যকলাপের ঝুঁকিতে রয়েছে। এ জন্য ইসরাইলকে ক্রসিংটি ফিলিস্তিনিদের হাতে ফিরিয়ে দেওয়ার আহবান জানান।

জাতিসংঘের শীর্ষ আলাদত রাফায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে। কিন্তু আইসিজের নির্দেশ উপেক্ষা করে রাফায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

মিশর ও গাজ্জার মধ্যকার রাফা ক্রসিং খুলে দিতেও ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আইসিজে। রাফায় হামলা শুরুর জন্যে এ মাসে রাফা ক্রসিং বন্ধ করে দেয় ইসরাইল।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img