শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছার জানিয়ে প্রধানমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ ইমরান খানের

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

বৃহস্পতিবার (২৫ মার্চ) এক চিঠিতে পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি এ আন্তরিক অভিনন্দন জানান।

অভিন্ন ইতিহাস, ধর্ম-বিশ্বাস এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও উন্নতিতে সমান আগ্রহের ভিত্তিতে উভয় দেশের সম্পর্ককে ভ্রাতৃত্বপূর্ণ উল্লেখ করে চিঠিতে ইমরান খান বলেন, পাকিস্তান এই সম্পর্ককে গুরুত্ব দেয়।

এই সম্পর্ককে আরো জোরদার করে দুই দেশের মানুষের উন্নত ভবিষ্যতের জন্য একত্রে কাজ করার আহ্বান জানান তিনি।

চিঠিতে শেখ হাসিনাকে সুযোগ মতো পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান ইমরান খান।

তিনি বলেন, আমি বিশ্বাস করি এর মাধ্যমে আমাদের ভ্রাতৃপ্রতীম সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img