সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫

গাজ্জায় যুদ্ধ শুরুর পর ১৫ হাজার নতুন সৈন্য নিয়োগ দিয়েছে হামাস : মার্কিন গোয়েন্দা সংস্থা

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ১৫ হাজারের মতো সৈন্য বৃদ্ধি করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

মার্কিন কংগ্রেসের দুই সূত্রের বরাতে শুক্রবার (২৪ জানুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১০ থেকে ১৫ হাজার নতুন সদস্য নিয়োগ করেছে হামাস। যা সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের জন্য একটি স্থায়ী হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে।

প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “হামাস তাদের যে পরিমাণ যোদ্ধা হারিয়েছে, প্রায় সেই সংখ্যক যোদ্ধা নতুনভাবে নিয়োগ করেছে। এটি এক দীর্ঘস্থায়ী বিদ্রোহ এবং চিরস্থায়ী যুদ্ধের দিকেই নির্দেশ করে।”

তবে এই বক্তব্যের সঙ্গে একমত হননি জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন।

তিনি বলেছেন, হামাসের নিয়োগে বেশিরভাগ সদস্য তরুণ ও প্রশিক্ষণহীন, যারা মূলত সাধারণ নিরাপত্তা কাজে ব্যবহৃত হচ্ছে। ইসরাইলের কর্মকর্তারা হামাসের এই প্রচেষ্টাকে সামগ্রিক হুমকি হিসেবে দেখছেন না।

প্রসঙ্গত, গাজ্জায় ইসরাইলের সাথে যুদ্ধে ঠিক কতজন হামাস সদস্য শাহাদাত বরণ করেছেন তা নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে অবৈধ রাষ্ট্র ইসরাইলের দাবি, প্রায় ২০ হাজার হামাসের সৈনিক শাহাদাত বরণ করেছেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৫ মাস যুদ্ধ চলার পর, গত ২১ জানুয়ারী ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি কার্যকর হয়েছে। গাজ্জায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হলেও এটিকে হামাসের বিজয় হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

সূত্র: রয়টার্স

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img