গত সপ্তাহে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতা বা আমিরুল মুমিনিন শায়খুল হাদিস মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আইসিসির এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে কাবুল। গ্রেফতারের বিষয়টিকে দ্বৈত নীতি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও অভিহিত করেছে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (২৫ জানুয়ারি) আইসিসি এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এই ধরনের পদক্ষেপ আদালতের বৈশ্বিক বিশ্বাসযোগ্যতা ও মর্যাদাকে ক্ষুণ্ন করে বলে জানিয়েছে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই অনুরোধটি অন্যান্য অনেক সিদ্ধান্তের মতোই অন্যায়, পক্ষপাতমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান ও তীব্র নিন্দা জানাচ্ছে আফগান সরকার।
এদিকে, আফগানিস্তানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ নাবি ওমারী বলেছেন, এই অনুরোধ রাজনৈতিক লক্ষ্য অর্জনের একটি ব্যর্থ প্রচেষ্টা। যদি আন্তর্জাতিক আদালত সৎ হতো, তবে প্রথমে যুক্তরাষ্ট্রকে বিচারের আওতায় আনা উচিত ছিল।
অন্যদিকে, বিশ্লেষকরা বলছেন, এটি আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয় ও সংলাপের মাধ্যমে সমাধান করা যেতে পারে।
উল্লেখ্য, ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের বিরুদ্ধে কথিত নারী অধিকার লঙ্ঘনের অভিযোগে মোট ছয়টি দেশ আইসিসিতে মামলা করেছে। যার মধ্যে রয়েছে চিলি, কোস্টারিকা, স্পেন, ফ্রান্স, লাক্সেমবার্গ ও মেক্সিকো।
সূত্র: তোলো নিউজ