অবরুদ্ধ গাজ্জা উপত্যকা ও মিসরের মধ্যকার নিরপেক্ষ অঞ্চল হিসেবে পরিচিত ফিলাডেলফিয়া করিডর নিয়ে মিশরের অবস্থানের প্রশংসা করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
প্রসঙ্গত, ১৯৭৯ সালে সম্পাদিত মিসর-ইসরায়েল ক্যাম্প ডেভিড শান্তি চুক্তিতে নিরপেক্ষ অঞ্চল হিসেবে এটিকে সংরক্ষণ করার অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) হামাসের গণমাধ্যম উপদেষ্টা তাহের আল নোনো এ বিষয়ে কথা বলেন।
তিনি বলেন, “ফিলাডেলফিয়া করিডরের বিষয়ে মিশরের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই অবস্থানের মাধ্যমে এটি প্রকাশিত হচ্ছে যে, এই ঐতিহাসিক যুদ্ধ ও গাজ্জায় ইসরাইলি আগ্রাসন বন্ধ করতে তারা ফিলিস্তিনি জনগণকে সমর্থন ও সহযোগিতা করছে।”
এর আগে, মিসর থেকে গাজ্জাকে আলাদা করতে ফিলাডেলফিয়া করিডোরকে অবশ্যই ইসরায়েলের দখলে আনতে হবে বলে মন্তব্য করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এই মন্তব্যের প্রতিক্রিয়ায়, জোর করে সীমান্ত এলাকাটি দখল করলে তা দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য হুমকি সৃষ্টি করবে বলে ইসরাইলকে কঠোরভাবে হুঁশিয়ারি দেয় মিশর।
সূত্র: মিডল ইস্ট মনিটর