ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) যেন ‘উপযুক্ত শাস্তি’ পায় তা নিশ্চিত করতে যা কিছু করা দরকার তার সব কিছুই করবে তুরস্ক।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সাথে এক ফোনালাপে এ মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
ফোনালাপে, ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যামূলক মামলাকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। সেই সঙ্গে এই মামলাটি মানবাধিকার অনুযায়ী একটি সমাধানে পৌঁছাতেও সক্ষম হবে বলে আশা করছেন এরদোগান।
আজ শুক্রবার, ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা মামলার রায় দিতে যাচ্ছে আন্তর্জাতিক আদালত।
উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বর, গাজ্জায় গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে জাতিসংঘের রেজুলেশন ভঙ্গ করেছে ইসরাইল বলে আন্তর্জাতিক আদালতে একটি মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা।
সূত্র: মিডল ইস্ট মনিটর