বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

গাজ্জায় ভারী মূল্য দিচ্ছে ইসরাইলি সেনাবাহিনী: নেতানিয়াহুর স্বীকারোক্তি

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে চলমান যুদ্ধে ভারী মূল্য চোকাতে হচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনীকে বলে স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রবিবার (২৪ ডিসেম্বর) এক কেবিনেট বৈঠকে এ বিষয়টি স্বীকার করেন তিনি।

বৈঠকে তিনি বলেন, “গাজ্জায় একটি সংকটপূর্ণ দিনের পর এটা একটা বেদনাদায়ক সকাল। কারণ গত ২৪ ঘন্টায় ১৪ জন ইসরাইলি সৈন্য নিহত হয়েছে।”

প্রসঙ্গত, এ নিয়ে গাজ্জায় মোট ৪৮৬ জন ইসরাইলি সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

নেতানিয়াহু আরো বলেন, “গাজ্জার যুদ্ধ আমাদের উপর দিয়ে ভারী মূল্য আদায় করছে; যাইহোক, আমাদের অন্য কোন উপায় নেই, তবে এই যুদ্ধ চালিয়ে যেতে হবে।”

তিনি বলেন, “সেখানে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সমস্ত চেষ্টা চালিয়ে যাব আমরা। যতক্ষণ না পর্যন্ত বিজয় অর্জিত হচ্ছে, যতক্ষণ না আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারছি। যার মধ্যে রয়েছে হামাসকে পুরোপুরি ধ্বংস করা, বন্দীদের ইসরাইলে ফিরিয়া নিয়ে আসা এবং এটা নিশ্চিত করা যে গাজ্জা আবারো ইসরাইল রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ হবে না।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img