ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেবল পুঁজিপতিদের জন্য কাজ করছেন। কৃষক, শ্রমজীবী অথবা মোহন ভাগবত (আরএসএস প্রধান) যে তাঁর বিরোধিতা করবে, তাকেই সন্ত্রাসী বলে চিহ্নিত করা হবে।’
বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তৈরি নয়া কৃষি আইন বাতিলের দাবিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি তুলে দেওয়ার পরে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন তিনি।
স্মারকলিপি প্রদানের সময়ে রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন কংগ্রেসের সিনিয়র নেতা গুলাম নবী আজাদ এমপি এবং অধীররঞ্জন চৌধুরী এমপি।
রাহুল গান্ধী কটাক্ষ করে বলেন, ‘ভারতে কোনও গণতন্ত্রই নেই। যাঁরা ভাবছেন এ দেশে গণতন্ত্র আছে, তাঁরা স্বপ্নের জগতে বাস করছেন।’
রাহুল গান্ধী আজ বলেন, ‘আমরা ৩ জন (রাহুল গান্ধী, গুলাম নবী আজাদ এমপি এবং অধীররঞ্জন চৌধুরী) আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছি। কোটি কোটি মানুষের সই করা চিঠি দিয়েছি। এটা শুধু সই নয়, দেশবাসীর আওয়াজ। প্রবল শীতের মধ্যে আন্দোলন করতে করতে প্রাণ হারাচ্ছেন কৃষকরা। যেকোনও শক্তিই কৃষক এবং শ্রমিকদের শক্তির সামনে নগন্য। ওই আইনগুলো প্রত্যাহার বা পুনর্বিবেচনা না করলে শুধু গোটা দেশ ক্ষতিগ্রস্ত হবে।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য হল কীভাবে ২/৪ জন শিল্পপতিকে ধনী করা যায়। রাহুল গান্ধী বলেন, সরকারের উচিত সংসদের যৌথ অধিবেশন আহ্বান করা এবং অবিলম্বে ওই আইনগুলো প্রত্যাহার করা। আজ কৃষকরা দুঃখ ও কষ্টের মধ্যে রয়েছেন, কিছু কৃষক মারা গেছেন।
রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর সমালোচনা করে আজ আরও বলেন, ‘সীমান্তে চীন বসে রয়েছে। চীন ভারতের কয়েক হাজার কিলোমিটার জমি ছিনিয়ে নিয়েছে। প্রধানমন্ত্রী সেই সম্পর্কে কোনও কথা বলেন না কেন? ওই বিষয়ে চুপ করে আছেন কেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দুর্বল করছেন বলেও কংগ্রেস নেতা রাহুল গান্ধী মন্তব্য করেন।
উৎস, পার্সটুডে