করোনাভাইরাসে বিধ্বস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪ হাজার ৭১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে সংক্রমণের সংখ্যা বেড়ে এক কোটি এক লাখ ২৩ হাজার ৭৭৮ জনে দাঁড়ালো।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাল নাগাদ উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।
স্থানীয় সময় সকাল ৮টায় হাল নাগাদ করা উপাত্ত অনুযায়ী, ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে ৩১২ জনের করোনাভাইরাসে মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে এক লাখ ৪৬ হাজার ৭৫৬ জনে দাঁড়ালো।
উপাত্ত অনুযায়ী, দেশটিতে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা রয়েছে দুই লাখ ৮৩ হাজার ৮৪৯ জন।