বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে স্পেন’

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেয় তাহলে স্পেন একতরফাভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে।

শুক্রবার (২৪ নভেম্বর) গাজ্জার রাফা ক্রসিং পয়েন্টে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, গাজ্জায় আধুনিক সময়ে নিকৃষ্টতম মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।

ফিলিস্তিন রাষ্ট্রকে স্পেন একতরফাভাবে স্বীকৃতি দেবে কিনা- এমন প্রশ্নের জবাবে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের জন্য সেই সময়টি এসে গেছে। বাকি আন্তর্জাতিক বিশ্ব একই কাজ করতে পারে। ইউরোপীয় ইউনিয়নের অনেকগুলো দেশ মিলে যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে সেটি হবে ভালো এবং আমরা তা একসাথে করতে চাই কিন্তু যদি সেটি না হয় তাহলে স্পেন তার নিজের সিদ্ধান্ত নিজেই নেবে।

স্পেনের প্রধানমন্ত্রী আরও বলেন, আজকে শান্তি মানে হচ্ছে একটি টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাতে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী পশ্চিম তীর, গাজ্জা এবং পূর্ব জেরুসালেম অন্তর্ভুক্ত থাকবে।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img