সরকারের অনুমতি ব্যতীত মিরপুর স্টেডিয়ামে নিজ দেশের পতাকা উড়ানোয় পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমসহ ২১ জনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চের মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিক এর আদালত এ আদেশ দেন।
মামলার বাদীপক্ষে ছিলেন আইনজীবী মাহবুবুল হক।
মামলার আবেদনের বিষয়ে তিনি জানান, বাংলাদেশের মিরপুরের একাডেমি মাঠে সরকারের অনুমতি ব্যতীত পাকিস্তানের পতাকা উড়িয়ে অনুশীলন করায় তাদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়।