মঙ্গলবার, জুন ২৪, ২০২৫

গাজীপুরে নারী ও শিশুর গলাকাটা লাশ উদ্ধার

spot_imgspot_img

গাজীপুরে এক নারী ও শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে আনুমানিক ২৮ বছরের ওই নারী এবং চার বছরের মেয়ে শিশুটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত মধ্যরাতে মহানগরের সদর থানার দেশিপাড়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সৈয়দ রাফিউল করিম বলেন, দেশিপাড়া এলাকায় এক নারী ও শিশু গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে মধ্যরাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত দুই জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শিশুটির গলার সামনের দিকে এবং মহিলার গলার দু’পাশ দিয়ে কাটা রয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img