সিরিয়ার আলেপ্পো শহরে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ১৯জন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) শহরের আল-বাব এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, বিস্ফোরণে ঘটনাস্থলের আশপাশের কয়েকটি বাড়িঘর ধসে পড়েছে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি।