পর্যটনশিল্প পুনরুদ্ধারের জন্য আসন্ন শীত মৌসুমকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে পৃথিবীর ভূ-স্বর্গখ্যাত কাশ্মীরের ট্যুর অপারেটররা। সম্প্রতি স্থানীয় করোনার সংক্রমণ কমতে থাকায় এবারের শীতে পর্যটন খাত আবার আগের রূপে ফিরে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট অপারেটররা।
ট্যুর অপারেটর শওকত বলছেন, আমরা সবাই জানি করোনার কারণে বিশ্বব্যাপী বাণিজ্য কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি উন্নতির সঙ্গে সঙ্গে আমরা আশা করছি যে পর্যটনশিল্প আগের অবস্থায় ফিরে আসবে। পর্যটনশিল্পকে পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন পরিস্থিতি নতুন করে আবার স্বাভাবিক হবে। শওকত আরো বলেন, আমরা ট্যুরিজম বিভাগের সঙ্গে কাজ করছি এবং আমরা রোড শো ও বাণিজ্য মেলায় অংশ নিয়ে এই খাতের উন্নতি করতে চাই।
পর্যটন পরিচালক নিসার আহমদ ট্যুরিস্ট অপারেটরদের প্রস্তুতি সম্পর্কে সবার উদ্দেশে বলেছেন, কাশ্মীর সব স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত। আমরা সব শীর্ষস্থানীয় ট্যুর অপারেটর এবং ট্যুর পরিচালকের সঙ্গে বৈঠক করছি। আসন্ন শীত মৌসুমে, আমরা ভ্রমণপ্রেমীদের কাশ্মীরে আমন্ত্রণ জানাতে চাই।