ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহী এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনী ও তার পশ্চাতে ফরাসি সরকারের সহায়তার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৫ অক্টোবর) চট্টগ্রাম জমিয়তুল ফালাহ সংলগ্ন ইসলামী চত্বরে উলামা জনতা ঐক্য পরিষদের ব্যানারে এ বিক্ষোভ সামবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্বব্যাপী নবীপ্রেমিক মুসলিমদের হৃদয়ে ফ্রান্স বেদনার যে আগুন জ্বালিয়েছে, সে আগুনের লেলিহান শিখা ফরাসি সভ্যতাকে গ্রাস করবে। নেতৃবৃন্দ আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঢাকাস্থ ফরাসি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে এনে ন্যাক্কারজনক এই ঘটনার কৈফিয়ত তলবের জোর দানি জানান। সমাবেশ থেকে বক্তারা সর্বস্তরের নবীপ্রেমিক জনতাকে শান্তিপূর্ণ কর্মসূচীর আওতায় ফরাসি দূতাবাস ঘেরাও করার আহবান জানান। পাশাপাশি দেশব্যাপী সকল প্রকার ফরাসি পন্য বয়কট করার জন্য জনগণকে উদাত্ত আহবান জানান তারা।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শায়েখ মুফতী হারুন ইজহার।
সমাবেশে অন্যান্যদের মধ্যে যারা বক্তব্য রাখেন, লালখান মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুসা,হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক কারী ফজলুল করিম জিহাদি, জামিয়া ইসলামিয়া ফিরোজ শাহ মাদরাসার সহকারী মুহতামিম মাওলানা ফয়সাল, সহকারী মুফতী মাওলানা সানাউল্লাহ, হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার রব্বানি, হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগরের ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা কুতব উদ্দিন, হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগরের প্রচার সম্পাদক মাওলানা ইকবাল খলিল, চট্টগ্রাম শরিয়াহ গ্রাজুয়েশন ইনিস্টিটিউট এর শিক্ষা বিষয়ক উপ পরিচালক মাওলানা মিজানুর রহমান, ছাত্রনেতা মামুন সাদী ও সাজিদুর রহমান প্রমুখ।