মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

কিশোরগঞ্জে গ্যাসের আগুনে একই পরিবারের ৯ জন দগ্ধ

মিঠামইন উপজেলার হাজিপাড়া গ্রামে শনিবার দুপুরে রান্না করতে গিয়ে সিলিন্ডার গ্যাসের আগুনে শিশু ও নারীসহ একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছেন।

তারা হলেন গৃহকর্তা আবদুস সালামের স্ত্রী সিপাইনেছা (৫৮), দুই ছেলে কামাল (৩৫) ও আনোয়ার (১৭), মেয়ে তাসলিমা (২৫), দুই নাতি নবজাতক উম্মে হাবিবা ও উম্মে হানি (৩) এবং স্বজন পারভিন (১৫), জুয়েনা (২০) ও আরও একজন।

তাদের সবাইকে গুরুতর আহত অবস্থায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর আটজনকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, চার দিনের একটি শিশু ছাড়া বাকি সবার শরীরের ৭০ ভাগ পুড়ে গেছে।

মিঠামইন থানার কাটখাল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মাদ মাসুদ মিয়া জানান, আবদুস সালামের ঘরে রান্না করার সিলিন্ডারের পাইপে ছিদ্র ছিল। সেই ছিদ্র দিয়ে গ্যাস বেরিয়ে পুরো ঘরে ছড়িয়ে যায়। দুপুরে সিপাইনেছা বাইরে থেকে আগুন নিয়ে চুলা জ্বালাতে গেলে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং তারা দগ্ধ হন। পরে এলাকাবাসী আগুন নিভিয়ে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সূত্র: ইউএনবি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img