মঙ্গলবার | ৮ জুলাই | ২০২৫

জোট গঠন করে হিটলারের মতো নেতানিয়াহুকেও থামানো উচিত: জাতিসংঘে এরদোগান

spot_imgspot_img

“কয়েক যুগ আগে ঠিক যেভাবে নাৎসিবাদের জনক এডলফ হিটলারকে থামানো হয়েছিল, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত একই ভাবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও থামানো।” জাতিসংঘের ৭৯ তম সাধারণ অধিবেশনে এভাবেই কড়া ভাষায় ইসরাইলের বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

এরদোগান বলেন, “ইসরাইলি মনোভাব আবারো প্রমাণ করছে যে, ফিলিস্তিনিদের জন্য একটি সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অপরিহার্য বিষয়।”

এরদোগান আরো বলেন, “গাজ্জায় শুধুমাত্র শিশুরাই মারা যায়নি, সেখানে জাতিসংঘ ব্যবস্থা ও মৃত্যুবরণ করেছে। পশ্চিমা দেশগুলো যে মূল্যবোধের কথা বলে, সেগুলোও একে একে ধ্বংস হচ্ছে, মানবতার ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বপ্নও ধ্বংস হচ্ছে।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

সর্বশেষ

spot_img
spot_img
spot_img