মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে নিয়ে মৃত্যুর গুঞ্জন

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইয়াহিয়া সিনওয়ার বেশ কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছেন। একদিকে ইসরাইলের দাবি, তিনি বিমান হামলায় নিহত হয়েছেন। অন্যদিকে হামাসের পক্ষ থেকেও বিষয়টি সম্পর্কে কোন তথ্য জানানো হচ্ছে না। ফলে সৃষ্টি হয়েছে ধোঁয়াশার। তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন এ নিয়েও গুঞ্জন উঠেছে বিশ্বজুড়ে।

ইসরাইলের গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, গাজ্জায় ইসরাইলি সেনাবাহিনীর একটি হামলায় নিহত হয়েছেন হামাস প্রধান।

দি টাইমস অব ইসরাইল বলছে, বিমান হামলায় নিহত হয়েছেন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার। যদিও এ বিষয়ে কোন পক্ষই যথাযথ প্রমাণ হাজির করতে পারেনি। ফলে হামাস প্রধানের মৃত্যু নিয়ে নিশ্চিত করে কোন কিছু জানা যায়নি। আর তাই সিনওয়ারের মৃত্যুর বিষয়টি তদন্ত করতে দেওয়া হয়েছে সেনাবাহিনীকে।

উল্লেখ্য, হামাসের প্রধান নেতারা কাতারে বসবাস করলেও যুদ্ধের শুরু থেকেই গাজ্জায় অবস্থান করছেন ইয়াহিয়া সিনওয়ার।

সূত্র: এনডিটিভি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img