বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

মানুষ হত্যার কথা বাদ দিয়ে শুধু সরকারি স্থাপনা ধ্বংসের কথা বলা হচ্ছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরবলেছেন, শত শত মানুষকে হত্যা এবং আহতদের পুরোপুরি বাদ দিয়ে সরকার দেশবাসীকে ভ্রান্ত ধারণা দিতে শুধু সরকারি স্থাপনাগুলোর কথা সামনে আনছে।

আজ বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন।

তিনি বলেন, গত কয়েক দিনে সারা দেশে দলের প্রায় দুই হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে

কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ করেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘কতজন শহীদ হয়েছেন, কত জন আহত হয়েছেন, সেই হিসাব কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি।’

‘পত্রিকাগুলোতে দেখছি, ঢাকা মেডিকেলে অসংখ্য ছাত্র এবং সাধারণ মানুষ চিকিৎসা নিচ্ছেন এবং মুমূর্ষু অবস্থায় আছেন।’ যোগ করেন তিনি।

এদিকে, ছাত্র আন্দোলনে সহিংসতা ও নাশকতার সঙ্গে বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়ানোর প্রতিবাদ জানান মির্জা ফখরুল।

আন্দোলনে মদদ দেওয়ার অভিযোগ নাকচ করেন বিএনপির মহাসচিব।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img