রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ জুন) কথিত ধর্ষণ মামলায় নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এর আগে গত ৩ মে জামিনে কারামুক্ত হন মাওলানা মামুনুল হক।

২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে মাওলানা মামুনুল হক ও তাঁর দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার ওপর হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পড়ে খবর পেয়ে স্থানীয় আলেম-উলামারা মাওলানা মামুনুল হক ও তাঁর স্ত্রীকে উদ্ধার করেন।

ঘটনার ১৫ দিন পর ১৮ এপ্রিল ঢাকার জামিয়া রহমানিয়া থেকে মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পড়ে ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে স্ত্রীকে দিয়ে ধর্ষণের মামলা করানো হয়। এরপর ওই মাসেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ অর্ধশতাধিক মামলা হয়। পড়ে সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img