বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪

ইসরাইলী হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়ার পরিবারের আরও ১০ সদস্য শহীদ

ইসরাইলী হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রধান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার পরিবারের ১০ সদস্য শাহাদাত বরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গাজ্জায় তার পারিবারিক বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনী বোমা হামলা চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে।শহীদদের মধ্যে ইসমাইল হানিয়ার বোনও রয়েছেন।

মঙ্গলবার (২৫ জুন) এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, ইসরাইলি সামরিক বাহিনী উত্তর গাজ্জায় হামাসের প্রধান ইসমাইল হানিয়ার পারিবারিক বাড়িতে বোমা হামলা চালিয়েছে এবং এতে তার বোনসহ অন্তত ১০ জন নিহত হয়েছে।

এর আগে গত এপ্রিলে ইসরাইলের বিমান হামলায় ইসমাইল হানিয়ার তিন ছেলে ও তিন নাতি-নাতনি শহীদ হয়েছিলেন। গত ১০ এপ্রিল ঈদুল ফিতরের দিন গাজার আল শাতি শরণার্থী ক্যাম্পে হানিয়ার ছেলেদের বহনকারী গাড়িতে চালানো হামলায় তারা নিহত হোন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img