রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য এনামুল হক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার (২৪ জুন) তার শরীরে এই ভাইরাস ধরা পড়ে। বর্তমানে ঢাকার বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
কয়েকদিন আগে সংসদ সচিবালয় থেকে এমপিদের করোনা পরীক্ষার জন্য বলা হয়। সে অনুযায়ী গত মঙ্গলবার এনামুল হক তার নমুনা দিয়েছিলেন। গতকাল বুধবার পরীক্ষার ফলাফলে তার রিপোর্ট পজেটিভ আসে। নিজে থেকেই তিনি পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে আলাদা আছেন।