বৃহস্পতিবার, মে ২, ২০২৪

দক্ষিণ চীন সাগরে আবারও আমেরিকার যুদ্ধজাহাজ

একদিনের ব্যবধানে আবারও দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ তুলেছে বেইজিং।

শুক্রবার (২৪ মার্চ) চীনের প্যারাসেল দ্বীপপুঞ্জের সমুদ্রসীমায় মার্কিন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী মিলিয়াস যুদ্ধজাহাজ অনুপ্রবেশের দাবি করে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, শুক্রবার সমুদ্রসীমায় মার্কিন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী মিলিয়াস যুদ্ধজাহাজ অনুপ্রবেশ করে। পরে সেটিকে দ্রুত চীনের জলসীমা ত্যাগের জন্য সতর্ক করা হয়।

এ নিয়ে তুমুল বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছে আমেরিকা ও চীন। সমুদ্রপথে ওয়াশিংটনের বিরুদ্ধে শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষুণ্নের অভিযোগ তুলে উসকানিমূলক কাজ বন্ধের আহ্বান জানিয়েছে বেইজিং। তা না হলে দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন।

তবে মার্কিন নৌবাহিনী বলছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী আকাশ, নৌ ও জলপথ ব্যবহারের সুযোগ আছে বলেই ওই অঞ্চলে যুদ্ধজাহাজ পরিচালনা করা হয়েছে। এমনকি ওয়াশিংটনের দাবি, দক্ষিণ চীন সাগরের ওপর চীনের বেআইনি দাবির কারণে উপকূলবর্তী দেশগুলো নৌ চলাচলের স্বাধীনতা হারাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে মুক্ত বাণিজ্যও।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img