বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

মানব রচিত আইন দিয়ে মানুষের স্বাধীনতা নিশ্চিত হবে না: খেলাফত মজলিস

খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা মজদুদ্দিন আহমাদ বলেছেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ ও সহজ সরল। মানুষ আল্লাহর সৃষ্টি। তাই সৃষ্টি যার শাসন ব্যবস্থা তাঁরই হওয়া উচিত। দীর্ঘ ৫০ বছরে এটা প্রমাণিত হয়েছে, মানব রচিত আইন দিয়ে মানুষের প্রকৃত কল্যাণ ও স্বাধীনতা নিশ্চিত হবে না।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে সিলেট নগরীর দরগাহ গেইটস্থ শহীদ সুলেমান হলে স্বাধীনতা দিবস উপলক্ষে খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত “স্বাধীনতার ৫০ বছরঃ প্রত্যাশা, প্রাপ্তি ও আগামীর বাংলাদেশ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট মহানগর খেলাফত মজলিসের সভাপতি অধ্যাপক বজলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম মহাসচিব মুহাম্মাদ মুনতাসির আলী। বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন, আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ এর মহাসচিব মাওলানা আব্দুল বাছির।

এতে আরও বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ কবি কালাম আজাদ, সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ শিব্বির আহমদ শিবলী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজি মিনহাজুল আলম, কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা মোশাহিদ আলী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জোনের সহকারী পরিচালক মাওলানা আইয়ুব আলী প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img