বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

মোদীকে আমন্ত্রণ জানানোর জন্য সরকারকে চরম মূল্য দিতে হবে : সমমনা ইসলামী দল সমুহ

সমমনা দল সমুহের নেতৃবৃন্দ বলেন, গুজরাটসহ ভারতে মুসলিম হত্যার খলনায়ক নরেন্দ মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে সমমনা ইসলামী দল সমুহ সহ দেশবাসী প্রতিবাদ অব্যাহত রেখেছে। সরকার জনগণের মনোভাবের প্রতি সম্মান না জানিয়ে মোদীকে আমন্ত্রণ করলে সেটা দেশের জন্য সুখকর হবেনা। নেতৃবৃন্দ বলেন মেহমানকে স্বাগত জানানো ইসলামের নীতি, কিন্তু রাষ্ট্র ও ইসলামের জন্য ক্ষতিকর কাউকে স্বাগত জানানো আত্মঘাতী ছাড়া বিন্য কিছু নয়। আমরা ঘৃণা প্রকাশ করবো, জনগন ঘৃণা প্রকাশ অব্যাহত রাখবে, মোদীকে আমন্ত্রণ জানানোর মতো নতজানু সিদ্ধান্তের জন্য সরকারকে চরম মূল্য দিতে হবে।

আজ (২৫ মার্চ) বৃহস্পতিবার মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে বাদ জুহর বায়তুল মোকাররম উত্তর গেইটে সমমনা ইসলামী দল সমুহ আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

খেলাফত মজলিসের মহাসচিব ড আহমেদ আব্দুল কাদেরের সভাপতিত্বে ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড ঈসা শাহেদী,বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর ভারপ্রাপ্ত মহসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী,হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সহসভাপতি মাওলানা জাফরুল্লাহ খান,মুসলিম লীগের স্হায়ী কমিটির সদস্য জনাব আতিকুল ইসলাম, বাংলাদেশ ফরাজী আন্দোলনের মাওলানা কাজী ইলিয়াস আহমদ,খেলাফত মজলিসের নায়বে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ যুগ্ম মহসচিব মাওলানা মুফতি মুনির হোছাইন কাসেমী, ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারী জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান,বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতা রাহবারে মিল্লাত আল্লামা নূর হোছাইন কাসেমী রহঃএর সাহেবজাদা মুফতি জাবের কাসেমী প্রমুখ।

উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারী জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান,বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দীন, মুসলিম লীগের অতিরিক্ত মহাসচিব জনাব আকবর হোসেন পাঠান, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল,জমিয়তের অফিস সম্পাদক মাওলানা আব্দুল গফফার ছয়ঘরী, বাংলাদেশ খেলাফত মজলিসের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সল আহমদ,মাওলানা এহসানুল হক, ইসলামী ঐক্য আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ মাওলানা আবু বকর ছিদ্দিক প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img