বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

প্রথমবারের মতো মদের দোকান খুলতে যাচ্ছে সৌদি আরব

ইতিহাসে প্রথমবারের মতো মদের দোকান খোলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। এটি দেশটির রাজধানী রিয়াদে খোলা হবে বলে জানিয়েছেন দোকানটির সাথে সংশ্লিষ্ট একটি সূত্র। তবে এই দোকানটি শুধুমাত্র অমুসলিম কূটনৈতিক ব্যক্তিদের জন্যই খোলা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ বিষয়টি নিশ্চিত করেছে।

রয়টার্স অনুযায়ী, মদ ক্রেতাদের অবশ্যই একটি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। সেই সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিরও প্রয়োজন হবে।

প্রসঙ্গত, এই ধরনের কর্মকাণ্ডটি সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ এর একটি অংশ। যে পরিকল্পনায় দেশটি তাদের অর্থনীতি বৃদ্ধির পাশাপাশি পেট্রো ডলারের উপর থেকে নির্ভরতা কমানোর উদ্যোগ গ্রহণ করেছে।

মদের দোকানটি রিয়াদের কূটনৈতিক এলাকায় খোলা হচ্ছে। এর ঠিক পাশেই বিভিন্ন দেশের দূতাবাস ও কূটনৈতিকরা বসবাস করেন।

সাধারণত সৌদি আরবে দুইভাবে মদ পাওয়া যায়। প্রথমত কূটনৈতিক মেইলের মাধ্যমে, দ্বিতীয়ত কালো বাজার থেকে।

রয়টার্স অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই দোকানটি খোলা হবে। এ বিষয়ে সৌদি আরব সরকারের কাছে জানতে চাওয়া হলেও তারা কোন মন্তব্য করতে রাজি হয়নি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img