রাজধানী ধানমন্ডির ইউল্যাব ইউনির্ভাসিটির ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় সাউথইস্ট ইউনির্ভাসিটির আইন বিভাগের শিক্ষার্থী রাফিদ সাদমানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস রিমান্ডের এ আদেশ দেন।
এদিন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। বাদীপক্ষে অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান আসামির রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করে শুনানি করেন।
অন্যদিকে আসামির রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নাকচ করে আসামির এক দিনের রিমান্ডের ওই আদেশ দেন।