মঙ্গলবার, জুন ১৭, ২০২৫

নোয়াখালীতে যুবলীগের নেতাকে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা

spot_imgspot_img

নোয়াখালী জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আবুল হোসেন জমিদারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় ধর্মপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রবিবার রাত ১১টায় বাংলা বাজার এলাকায় অজ্ঞাত মুখোশধারী ১০/১৫ জনের একটি গ্রুপ ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ সাহেদ উদ্দিন জানান, ইউনিয়ন যুবলীগের সভাপতিকে কুপিয়ে জখম করার খবর পেয়েছি। তবে ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img